ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য রপ্তানিতে আরো সহায়তার নিশ্চয়তা দিয়েছে নেদারল্যান্ড।
শনিবার (২২ সেপ্টেম্বর) নেদারল্যান্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এ তথ্য জানিয়েছে। খবর ইউএনবি’র।
দূতাবাস জানায়, সম্প্রতি নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালের সাথে এক বৈঠকে নেদারল্যান্ডের সিবিআই-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব হ্যান্স ওবেদিন এই সহায়তার বিষয়টি অবহিত করেন।
সিবিআই উন্নয়নশীল দেশসমূহ থেকে নেদারল্যান্ডে পণ্য আমদানি উন্নয়নে/সহায়তায় ডাচ সরকারের পক্ষে কাজ করে।
বৈঠকে রাষ্ট্রদূত বেলাল পাট ও পাটজাত পণ্যের বহুমুখী উন্নয়ন/ব্যবহারে এবং ইইউ বাজারে এই পণ্যের, বিশেষ করে হস্তশিল্প এবং হোম টেক্সটাইল, রপ্তানিতে সিবিআই-এর সহযোগিতার আহ্বান জানান।
এ প্রেক্ষিতে সিবিআই’র ব্যবস্থাপনা পরিচালক আশ্বাস প্রদান করেন, পাট এবং পাটজাত পণ্যের পরিবেশ-বান্ধব উপযোগিতা এবং এর সাথে জড়িত নারীদের কর্মসংস্থান বিবেচনায় তারা শিগগিরই এ বিষয়ে একটি প্রকল্প গ্রহণ করবে যাতে পাটজাত পণ্য ইইউ বাজারে অধিক রপ্তানি হতে পারে।
ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও সিবিআই আশ্বাস প্রদান করে।
ইউরোপে পরিবেশ-বান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা বিবেচনায় এসব পণ্যের গুণগত উৎকর্ষতা এবং মূল্য সংযোজনের মাধ্যমে বাজারজাত করণে সিবিআই সহায়তা করবে।
এ প্রেক্ষিতে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যে বিদ্যমান কর্মসূচির আওতায় ব্যবসায়ী এবং উদ্যোক্তারা যথাযথ সহায়তা পাবে।
আজকের বাজার/এমএইচ