‘বাংলাদেশের পোশাক বিশ্বের সেরা, শ্রমিকরাও অনেক পরিশ্রমী’

বাংলাদেশের পোশাক বিশ্বের সেরা পোশাক বলে মন্তব্য করেছেন ঢাকায় নেদারল্যান্ড দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত লিয়নি কিউলিনিয়া।

বৃহস্পতিবার (৫ জুলাই) তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনে আয়োজিত তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে লিয়নি কিউলিনিয়ার এ কথা বলেন।

লিয়নি বলেন, ‘আশা করি, ইউরোপীয় ইউনিয়নের সব দেশের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বাড়িয়ে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে পারলে এ দেশ পোশাক শিল্পের নেতৃত্বে প্রথম কাতারে যেতে পারবে।’

এ সময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি এসএম মান্নান কচিসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

আরজেড/