এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৮০টিরও বেশি ৩এস ডিলার পয়েন্ট রয়েছে।
ইয়ামাহা বরাবরই গ্রাহকদের জন্য বাজাওে নিত্য-নতুন মডেলের মোটরসাইকেল নিয়ে আসে। ২০১৬ সাল থেকে এসিআই মটরস এর সাথে যাত্রা শুরুর পর ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে নতুন প্রযুক্তির সব মোটরসাইকেল বাজারে নিয়ে আসছে, যার মধ্যে রয়েছে এফ আই, এ বি এস সহ দারুন সব সেফটি ফিচার। এরই ধারাবাহিকতায় ১২ই নভেম্বর ২০২১, রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (আইসিসিবি)-এ এসিআই মটরস এর সাথে ইয়ামাহা’র ৫ বছর পূর্তি উৎসবে ইয়ামাহার নতুন স্কুটার স্ট্রিট র্যালি ১২৫ সিসি’র লঞ্চিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড মাইলস সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন এসিআই মটরস এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস। এ সময় এসিআই মটরস্ এর জেনারেল ম্যানেজার জনাব জাকির হোসেন সহ এর এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশব্যাপী সকল ইয়ামাহা শো-রুমে এসিআই মটরস এর সাথে ইয়ামাহা’র ৫ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়।