বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি দল ঘোষণা

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টুয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
টি-টুয়েন্টি ক্রিকেটেও প্রোটিয়াদের নেতৃত্ব দিবেন ফাফ ডু প্লেসিস। ডু প্লেসিসের নেতৃত্বে ঘোষিত টি-টুয়েন্টি দলে অনেক পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়েন পার্নেল। ইমরান তাহির ও কাগিসো রাবাদাকে সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে। অন্যদিকে রবি ফ্রাইলিঙ্কের অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

রবি ফ্রাইলিঙ্কের অন্তর্ভূক্তির বিষয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক প্যানেলের আহবায়ক লিন্ডা জন্ডি বলেন, “গুরুত্বপূর্ণ অলরাউন্ডার পজিশনে আমাদের অবস্থা কেমন তা পরখ করার জন্য রবির অন্তর্ভূক্তি। বোলিংয়ের পাশাপাশি তাঁর ফিনিংশিংয়ে ভালো রেকর্ড আছে।”

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলঃ
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিঙ্ক, বেউরান হেন্ডরিকস, ডেভিড মিলার, মাঙ্গালিসো মোসেলে, ডেন প্যাটারসন, অ্যারন ফাঙ্গিসো, অ্যান্ডিল ফেলুকায়ো, তাবরাইজ শামসি।
উল্লেখ্, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ২৬ অক্টোবর। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৯ অক্টোবর।
আজকের বাজার: সালি / ১৭ অক্টোবর ২০১৭