আগামী মাসে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে তিনটি টি-২০ ও দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে সম্ভবত বিশ্রামে যেতে পারেন ভারতিয় অধিনায়ক বিরাট কোহলি। এমনটাই খবর সংবাদসংস্থার।
আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ সিরিজের জন্য দল বেছে নেবেন ভারতিয় জাতীয় দলের নির্বাচকরা। মনে করা হচ্ছে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে কোহলিকে বাদ দিয়েই দল বেছে নেবে ভারতিয় বোর্ড।
বোর্ডের এক সূত্রের খবর, “ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রোগ্রামের কথা মাথায় রেখেই বিরাটকে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলেই কোহলির সঙ্গে নির্বাচকরা এ বিষয়ে কথা বলবেন। যদিও বিষয়টা বিরাটের ওপরেই নির্ভর করছে। একমাত্র ওই সবথেকে ভাল বলতে পারবে ওর শরীরের কী অবস্থা। ও চাইলে নিজে নির্বাচকদের সঙ্গে কথা বলতে পারে।”
আজকের বাজার/লুৎফর রহমান