বাংলাদেশের ব্যবসায়ীদের লোভ একটু বেশি বলেই তারা ট্যাক্স দিতে চান না। তারা বিনা মাশুলে ব্যবসা করতে চান বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে বিসিএস (কাস্টমস অ্যঅন্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন ও বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনে নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বের কোথাও ট্যাক্স, মাশুল না দিয়ে ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালান না। কিন্তু আমাদের দেশে ব্যবসায়ীরা সরকারকে কোনো কর দিতে স্বেচ্ছাই রাজি হন না। কারণ আমাদের দেশের ব্যবসায়ীদের লোভ একটু বেশি।
মুহিত বলেন, আগামীতে যে ভ্যাট আইন বাস্তবায়ন হবে তাতে ভ্যাটের দুই রকম হার থাকবে। আগামী বাজেটে নতুন কাস্টমস আইন উপস্থাপন করা হবে।
কর আদায়ে দেশে ৫০ হাজার ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিন আমদানি করা হচ্ছে। যেসব ব্যবসায়ীরা এসব মেশিন ব্যাবহার করবে তাদের ভ্যাটের উপর ২ শতাংশ ছাড় দেওয়া হবে বলেও জানান তিনি।
এমআর/