বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কোহলি

দীর্ঘ এক মাস রোজা রাখার পর অল্প কয়েকদিন পরেই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ইসলাম ধর্মাবলম্বীদের বড় দু’টো ধর্মীয় উৎসবের একটি এই ঈদুল ফিতর। অপরটি, ঈদুল আযহা। বাংলাদেশের মত বিভিন্ন দেশেও পালন হবে ঈদুল ফিতর।

কিন্তু করোনাভাইরাসের কারনে পুরো বিশ্ব আজ আতঙ্কিত। তাই নিজের মত করে এবারের ঈদুল ফিতর উদযাপন করতে পারবে না মুসলমানরা।
তবে পরিস্থিতি খারাপ হলেও বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

গতকাল রাতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের লাইভ শো’তে এসেছিলেন কোহলি। ২৬ মিনিটের আড্ডায় কোহলিকে সতীর্থ ক্রিকেটার ও ভক্তদের নানা প্রশ্ন করেন তামিম। প্রানবন্ত এই আড্ডায় নিজের ক্যারিয়ারের অনেক না জানান স্মৃতি তুলে ধরেন কোহলি।

আড্ডার শেষভাগে এসে, কোহলিকে বিদায় দেয়ার আগে, কিছুদিন পরই বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। সেই বিষয়ে কোহলিকে কিছু বলতে অনুরোধ করেন তামিম।

কোহলি বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। ঈদের সময়টা আপনারা পরিবারের সঙ্গে সময় কাটান। আমি আশা করব এই কঠিন সময়েও যেন সবাই মুখে হাসি নিয়ে ঈদ উদযাপন করে। ঘরে থেকেই ঈদের আনন্দ উদযাপন করুন। এখন সময়টা অনেক বেশি ভিন্ন। বিশ্বের সবাই একই পরিস্থিতি মোকাবেলা করছে। তবে এটাই প্রার্থনা থাকবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক। সবাই ভালো থাকুক। ঈদ মোবারক।’