সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার (৮ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘এই জয় বাংলাদেশের ফুটবলের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে এবং দেশের ফুটবলকে এগিয়ে নেবে।’
তিনি দলের সকল খোলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে আশা করেন অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল দল ভবিষ্যতে জয়ের এই ধারা অব্যাহত রাখবে।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববারের ফাইনালে নেপালের বিরুদ্ধে ১-০ গোলের জয় পায় বাংলাদেশ। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ