নিউজিল্যান্ড বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সকল সম্ভাবনা ও চ্যালেঞ্জ খতিয়ে দেখতে প্রস্তুত রয়েছে।
নিউজিল্যান্ডে ওয়েলিংটনের পার্লামেন্ট হাউসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর সঙ্গে ওই দেশের বাণিজ্য ও রপ্তানি উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেভিড পার্কারের মধ্যকার বৈঠকে একথা জানানো হয়। এতে উভয় দেশ এ ব্যাপারে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়।
বৈঠকে উভয় পক্ষ পণ্যের বহুমুখীকরণের ঘাটতির কথা স্বীকার করে বাণিজ্যিক কার্যক্রম জোরদারের জন্য বাণিজ্য ফ্রেমওয়ার্কের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। টিপু মুনশী বাংলাদেশে বিনিয়োগের জন্য নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানান। দুই মন্ত্রী সরকারের নেতৃত্বে ফ্রেমওয়ার্ক প্রস্তুতে একমত হন।
বাণিজ্যমন্ত্রী অকল্যান্ড বিজনেস চেম্বারের সিইও মাইকেল কার্নেটের সঙ্গে অকল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকে দু’দেশের এসএমই সেক্টরের মধ্যে সংযোগ স্থাপনের বিষয়ে আলোচনা করেন।
তারা দুদেশের সংশ্লিষ্ট চেম্বারস ও এসোসিয়েশনের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যাপারেও আলোচনা করেন। বাণিজ্যমন্ত্রী বাণিজ্য প্রতিনিধি দলসহ সিইওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তথ্য:বাসস
আজকের বাজার/আখনূর রহমান