‘বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরো মজবুত হয়েছে’

বিগত সময়ের তুলনায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরো মজবুত হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা।

মঙ্গলবার সকালে  রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ-ভারত গণমাধ্যম সংলাপের দ্বিতীয় দিনের আলোচনায় তিনি এ কথা বলেন।

শ্রিংলা বলেন, বর্তমানে ভারত বাংলাদেশের সাথে সোনালী সময় অতিক্রম করছে। দুই দেশের মধ্যে এরকম সুসম্পর্ক আগামী দিনগুলোতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংঘর্ষ, আইন এবং উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউশন আয়োজিত দ্বিতীয় দিনের এ আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির।

আরএম/