প্রতিবেশী হিসেবে ভারত সরকার বাংলাদেশের সাথে সহযোগিতার সম্পর্ক অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে মঙ্গলবার ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, প্রতিবেশী দেশটির পররাষ্ট্র মন্ত্রীর আশা; তারা ভবিষ্যতেও একসাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এমএইচ আলীর সঙ্গে এক সাথে কাজ করবেন।
পররাষ্ট্র মন্ত্রী এমএইচ আলীও ফোন করার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
আলী আশা প্রকাশ করে বলেন, দুই দেশের জনগণের স্বার্থে উভয় দেশের এক সাথে কাজের ধারা অব্যাহত রাখবেন।
এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সাথে বৈঠক করেছন।
বৈঠকে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দু’পেক্ষর মধ্যে আলোচনা হলেও বৈঠকের পরে সাংবাদিকদের সাথে কথা বলেননি রাষ্ট্রদূত মিলার।
জানা যায়, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোরও আজ (বুধবার) বেলা ১২টায় পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করার কথা রয়েছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ