বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করতে বিশ্বব্যাংক প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ বিষয়টিতে আমরা ইতিবাচক মনোভাব দেখিয়েছি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বৈরী সম্পর্ক রাখতে চাই না। তাদের নতুন প্রস্তাবে আমরা সাড়া দিচ্ছি। বাংলাদেশের সঙ্গে তারা কাজ করবে।
সড়কের নিরাপত্তা নিয়ে যা অর্থায়ন করা দরকার তা বিশ্বব্যাংক করবে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘও তাদের সঙ্গে অর্থায়ন করবে। তারা ভাবছে, তিন বছরের মধ্যে এই সেক্টরে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবে। সড়কে যে বিশৃঙ্খলা আছে, যেখানে যেখানে নাজুক অবস্থা সেখানে তারা দৃশ্যমান পরিবর্তন আনতে চায়, সে লক্ষ্যে তারা কাজ করবে।
তিনি আরও বলেন, ভোমড়া থেকে ঝিনাইদহ ও ঝিনাইদহ থেকে হাটিপুর সড়ক চারলেন করবে বিশ্বব্যাংক ও জাতিসংঘ।
আজকের বাজার/এমএইচ