শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষনা করেছে সফরকারী বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে শ্রীলংকার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। আর সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের।
বাংলাদেশের ইনিংস শেষে নিজেদের ব্যাটিং শুরু করেছে স্বাগতিক শ্রীলংকা। তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৮ ওভারে বিনা উইকেটে ১১ রান করেছে লংকানরা। দুই ওপেনার অধিনায়ক দিমুথ করুনারতেœ-লাহিরু থিরিমান্নে ৫ রান করে তুলে অপরাজিত আছেন।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৭৪ রান করেছিলো বাংলাদেশ। মুশফিকুর রহিম ৪৩ ও লিটন দাস ২৫ রানে অপরাজিত ছিলেন।
লিটন ৫০ রানে আউট হলেও, ইনিংস ঘোষনার আগ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক। তার সাথে ৬ রানে অপরাজিত ছিলেন তাসকিন আহমেদ। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৩ ও তাইজুল ইসলাম ২ রান করে আউট হন।
দ্বিতীয় দিন নাজমুল হোসেন শান্ত ১৬৩, অধিনায়ক মোমিনুল হক ১২৭ রান করে থামেন। প্রথম দিন উইকেট পতনের তালিকায় নাম তুলেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান। তামিম ৯০ ও সাইফ খালি হাতে ফিরেন।
শ্রীলংকার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দো ৯৬ রানে ৪ উইকেট নেন।