ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) কামরুল হাসান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্যামকুড় বিওপির টহল দল মহেশপুর উপজেলার শ্যামকুড় টাংগাইল পাড়ায় এক বাগানের মধ্য দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী তিনজনকে আটক করে। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
জিজ্ঞাসাবাদে আটক বাংলাভাষী ব্যক্তিরা দাবি করেন, তারা বিভিন্ন সময়ে চিকিৎসা বা কাজের জন্য ভারতে গিয়েছিল।
আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।