এ বছর বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান। ২০ জুন মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের (বিসিবি) সভাপতি আগেই বলেছেন, এখন আর সুযোগ নেই। সামনে অস্ট্রেলিয়া আসছে। পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার সময় পাওয়া যাবে না। ওরা যেহেতু সাড়া দেয়নি, আমরা ধরে নিয়েছি এ সিরিজ আর হচ্ছে না।’
আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু জুলাইতে আসছে না বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।
উল্লেখ্য, ভবিষ্যত সফরসূচি (এফটিপি) অনুযায়ী আগামী ২০১৯ সালের মার্চ-এপ্রিলে পাকিস্তানের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে এর মধ্যে যদি পাকিস্তান বাংলাদেশ সফরে আসতে চায় তাহলে তাদের বিসিবির সাথে আলোচনা করতে হবে।
এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘এটা বলা খুব কঠিন। আমরা আগেই বলেছি ওদের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করব। তবে আবারও যদি ওরা খেলতে চায়, তাহলেও আমরা খেলতে রাজি আছি।’
এই সফর না হলেও দুই দেশের ক্রিকেট সম্পর্কে কোনও টানাপোড়েন তৈরি হবে না বলে মনে করেন জালাল ইউনুস, ‘আমার মনে হয় এটা সাময়িক ব্যাপার। হয়তো তাদের কোনও অভিমানের কারণে হয়ে থাকতে পারে। আমি জানি না ঠিক। কিন্তু আমার মনে হয় না এটা স্থায়ী কোনও সমস্যা। আশা করছি আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করা যাবে।’
আজকের বাজার:এলকে/এলকে/ ২১ জুন ২০১৭