বাংলাদেশে ইউনিভার্সেল রোবটস আনছে কোবটস্

ভারত ও শ্রীলংকার পর বাংলাদেশে আসছে ডেনমার্কভিত্তিক বিশ্বের শীর্ষ কোলাবোরেটিভ রোবটস (কোবটস) নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সেল রোটবস।

মঙ্গলবার ১৯ ডিসেম্বর রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের শিল্পকারখানায় রোবট শক্তি ব্যবহারের চিন্তা করছে প্রতিষ্ঠানটি। এতে দেশের শিল্প কারখানায় উৎপাদন বেড়ে যাবে বলে মনে করে তারা।

ইউনিভার্সেল রোবটস’র দক্ষিণ এশিয়ার মহাব্যবস্থাপক প্রদীপ ডেভিড বলেন, শিল্প উৎপাদন খাতের জন্য কোলাবোরেটিভ রোবট একটি শক্তিশালী উদ্ভাবন। এরফলে শিল্পে উৎপাদন বৃদ্ধি পায়। শ্রমিকরা আরো বেশি কাজ করতে পারে। ভারতের একটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে এমন একটি রোবট ২০১৭ সালে চালু হওয়ার পর প্রথম আটমাসে ৩০০ ভাগ উৎপাদনবৃদ্ধি পেয়েছে। ভারত ও শ্রীলংকার পওে এখন আমরা সম্ভাবনাময় বাংলাদেশের দিকে তাকিয়ে আছি।

আজকের বাজার: আরআর/ ২০ ডিসেম্বর ২০১৭