বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৫০ ডলারের মধ্যে থাকলেও এর প্রভাব পড়েনি বাংলাদেশের বাজারে।
আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সমন্বয় করার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না, ফলে বাংলাদেশের বাজারে কমছে না জ্বালানি তেলের দাম।
গত বছরের পুরো সময় জুড়ে এবং চলতি বছরে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল রয়েছে জ্বালানি তেলের দাম।
চলতি বছর জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৫৫ ডলার অতিক্রম করবে না বলে পূর্বাভাস দিয়েছে তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক সংস্থাগুলো।
আজকের বাজার : এমএম / ২৪ অক্টোবর ২০১৭