‘বাংলাদেশে টেকসই পর্যটনের জন্য ট্যুরিষ্ট পুলিশের দায়বদ্ধতা’- শীর্ষক আলোচনা

ট্যুরিষ্ট পুলিশের উদ্যোগে ‘বাংলাদেশে টেকসই পর্যটনের জন্য ট্যুরিষ্ট পুলিশের দায়বদ্ধতা’- শীর্ষক এক আলোচনা সভা আজ রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদের এনেক্স ভবনে  ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ট্যুরিষ্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্যুরিস্ট পুলিশ হেড কোয়ায়াটার্স এর ট্রেনিং এন্ড ওরিয়েন্টেশন বিভাগের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ পর্যটন ব্যবসার সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। (বাসস)