বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে এখানকার চলমান উন্নয়নে সৌদি আরব অংশ নিতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির যুবরাজ, উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
দেশটির স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতকালে তিনি বলেন, ‘বাংলাদেশ বিপুল উন্নয়ন করেছে। আমি এই উন্নয়নের অংশ হতে চাই।’
সৌদি আরবের রাজধানী রিয়াদের রাজকীয় প্রাসাদে ৩০ মিনিটব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদেশের মধ্যে প্রতিরক্ষা খাতে খুব ভালো সহযোগিতা বিদ্যমান রয়েছে জানিয়ে সৌদি যুবরাজ আশা প্রকাশ করেন, এই সহযোগিতা বজায় থাকবে এবং আরও জোরদার হবে।
মোহাম্মদ বিন সালমান প্রতিরক্ষার পাশাপাশি দুটি খাত- বাণিজ্য ও বিনিয়োগের প্রতি বিশেষ গুরুত্ব দেন। বাংলাদেশ সফর করে কোন খাতে বিনিয়োগ করা যায় তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
‘সৌদি আরব এখন বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করছে। সুতরাং, আমরা বাংলাদেশেও তা করব,’ বলেন যুবরাজ মোহাম্মদ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে সৌদি ব্যবসায়ীদের একটি বড় প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
মুসলিম উম্মাহ নিয়ে তিনি বলেন, মুসলিম বিশ্বের মাঝে ঐক্য খুবই অপরিহার্য, যাতে তারা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে না যায়।
জবাবে শেখ হাসিনার মত সমর্থন করে মোহাম্মদ বিন সালমান বলেন, তিনি চান যে মুসলিম বিশ্বের মাঝে শান্তি ও সুখ বজায় থাকবে।
শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং যুবরাজ তা গ্রহণ করেন।
হৃদ্যতাপূর্ণ পরিবেশের মাঝে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। তথ্য-ইউএনবি।
আজকের বাজার/এমএইচ