বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি ব্যবসায়ীরা

বাংলাদেশে বিদ্যুৎ, সৌরপ্যানেল এবং সার কারখানায় সৌদি আরবের ব্যবসায়ীরা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার ৫ ডিসেম্বর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে সফররত সৌদি আরবের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল।

বাণিজ্যমন্ত্রী বলেন, তোফায়েল বলেন, আমরা একশটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, সৌদি আরব চাইলে যেকোনো একটি অঞ্চলে বিনিয়োগ করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশে যারা বিনিয়োগ করবে তাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমরা তা অবশ্যই পূরণ করব। সকল ক্ষেত্রেই তাদের সাহায্য করব।

তোফায়েল আহমেদ বলেন, আইটি, ফার্মাসিউটিক্যাল, লেদার, পাট, প্লাস্টিক, ফার্নিচার, হিমায়িত পণ্য খাতে আমরা বিনিয়োগ করছি। ১৬ কোটি মানুষের চাহিদা মিটিয়ে ১২৭টি দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে।

স্বাধীনতার পর শুধু চামড়াজাত পণ্য, পাট ও চা বাংলাদেশ থেকে রপ্তানি হত উল্লেখ করে তিনি বলেন, এখন আমরা সাতশর বেশি পণ্য রপ্তানি করি, বিশ্বের প্রায় সব দেশেই আমরা রপ্তানি করি।

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, কিছুটা বাধা থাকলেও প্রায় সবাই কোনো জটিলতা ছাড়াই বাংলাদেশে বিনিয়োগ করতে পারছে।

অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে বলে সৌদি ব্যবসায়ীদের জানান তিনি।

আজকের বাজার:এলকে/এলকে ৫ ডিসেম্বর ২০১৭