ভারত সরকার রিভা গাঙ্গুলি দাসকে বাংলাদেশে নতুন হাইকমিশনার নিয়োগ দিয়েছে।
আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এক খবরে বলা হয়, ‘বর্তমানে আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিল (আইসিসিআর)-এর মহাপরিচালক মিজ রিভা গাঙ্গুলি দাসকে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার নিয়োগ করা হয়েছে।’
ওয়েবসাইটে বলা হয়, ‘রিভা গাঙ্গুলি শিগগির তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করবেন।’
রিভা হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন। শ্রিংলাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ