বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার বেগম কবিতা খানম।
তিনি বলেন, ‘শতভাগ নির্বাচন সুষ্ঠু হবে এটা পৃথিবীর কোনো দেশেই হয় নাই। আমাদের দেশেও হবে না। একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে।’
শুক্রবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনাকালে এ মন্তব্য করেন কমিশনার। আসন্ন নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দিকনির্দেশনা দেয়া হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে বেগম কবিতা খান বলেন, ‘দেশে নির্বাচনী হাওয়া বইছে। এই হাওয়া যেন কোনোভাবেই বৈরি না হয়, এ নির্দেশনা কমিশন থেকে থাকবে। আপনাদের সেটা প্রতিপালন করতে হবে। আমরা চাই না এমন কোনো নির্বাচন এই জনগণকে উপহার দিতে, যা জনগণকে সবসময় আমাদের জবাবদিহি করতে হবে।’
কমিশন চায় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক উল্লেখ করে কবিতা খানম বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনা অনেক কঠিন কাজ। সবার সঙ্গে সদাচারণ করে, সৎ ব্যবহার করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, এটা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন কবিতা খানম।
আজকের বাজার/এমএইচ