বাংলাদেশে স্মার্ট নাইটফোন আনছে টেকনো মোবাইল

বাংলাদেশের বাজারে পিক্সেলএক্স ইমেজ প্রসেসিং টেকনোলজিসম্পন্ন স্মার্টফোন আনছে টেকনো মোবাইল। রাতের স্বল্প আলোতে নিখুঁত ছবির নিশ্চয়তা রয়েছে নতুন এ ফোনটিতে। টেকনো মোবাইলের হ্যান্ডসেটের ক্যামেরা ফিচারে ব্যাবহার করা হয়েছে পিক্সেলএক্স প্রযুক্তি। যার কারনে সেলফি ক্যামেরায় ব্যাবহারকারীরা পাবে নতুন অভিজ্ঞতা ।

বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ক্যামন সিরিজের ক্যামন সি এক্স এয়ার, আই সিরিজের আই সেভেন, আই থ্রি স্মার্ট ফোনগুলোতে রয়েছে পিক্সেল এক্স ইমেজ প্রসেসিং প্রযুক্তি। ক্যামন সি এক্স এয়ার , আই সেভেন স্মার্ট ফোনের রয়েছে ফ্রন্ট ক্যামেরায় স্কীন ফ্ল্যাশ সাপোর্ট এবং ব্যাক ক্যামেরায় কুয়াড ফ্ল্যাশ। প্রতিটি হ্যান্ডসেটের থাকবে ১৩ মাসের ওয়ারেন্টির পাশাপাশি ১শ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

সোমবার ১৭ জুলাই রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ট্রানশান হোল্ডিংস এর ভাইস প্রেসিডেন্ট আরিফ চৌধুরি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

এ সময় আরিফ চৌধুরী বলেন, মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রানশান হোল্ডিংস সবসময় ক্রেতা এবং ভোক্তার চাহিদার অগ্রাধিকার দিয়ে থাকে। আমরা বহুমাত্রিক ব্র্যান্ড কৌশল অনুসরণ করি। ক্রেতার চাহিদা ও ক্রয়ক্ষমতা অনুযায়ী পণ্য প্রদানে আমাদের প্রতিটি ব্র্যান্ড-ই প্রতিশ্রুতিবদ্দ। উন্নয়নশীল এবং দ্রুত বর্ধনশীল বাজারগুলোর মধ্যে বাংলাদেশ আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাজারে টেকনো মোবাইলের কার্যক্রম শুরু করতে পেরে এবং স্মার্টফোন ব্যবহারকারীদের নিত্যনতুন চাহিদার সমাধান আনতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে টেকনো মোবাইলের জেনারেল ম্যানেজার স্টিফেন হা বলেন, স্মার্টফোনের ব্যাবহার উপযোগিতার সাথে সাথে ভোক্তার চাহিদা বেড়েই চলছে। টেকনো মোবাইলের প্রতিটি হ্যান্ডসেটে অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি ব্যবহারকারীর প্রয়োজন নতুন ফিচার যোগ করতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। বাংলাদেশের বাজারে ভোক্তা এবং গ্রাহকদের ব্যাবহার সুবিধার নিশ্চয়তা দিতে আমরা হ্যান্ডসেটের ক্যামেরা ফিচারের সাথে পিক্সেলএক্স প্রযুক্তি যোগ করেছি। যা পুরোপুরিভাবে পণ্যের মান এবং গ্রাহক চাহিদার প্রতি টেকনো সচেতনতা নির্দেশ করে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে মোবাইল ব্যাবহারকারিদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে। সাথে সাথে বাড়ছে সম্ভাবনা। আমি বিশ্বাস করি টেকনো মোবাইলের সবগুলো স্মার্টফোন-ই গ্রাহকের ব্যাবহার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। আগামীতে উদ্ভাবনী প্রযুক্তির সাথে সাথে প্রতিটি ব্যাবহারকারীর সন্তুষ্টির বিষয়ে গুরুত্ত দিয়ে স্মার্টফোনে আরো ভিন্নতা নিয়ে আসবো ।

অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক প্রেজেন্টেশনে অংশ নেন এবং উপস্থিত অতিথিদের ভিবিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানিটির  চিফ অপারেটিং অফিসার শ্যামল সাহা।

আজকের বাজার: জেডএইচ/ আরআর/ ১৭ জুলাই ২০১৭