বাংলাদেশে ১০০ বলের ক্রিকেট শুরু

ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতেই শুরু হচ্ছে ১০০ বলের খেলা।২০২০ সালে ১৬ ওভারের এ ফরম্যাট চালুর চিন্তা-ভাবনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যাতে ১৫টি হবে ৬ বলের (৯০ বল) স্বাভাবিক ওভার। আর বাকি ওভারটি হবে ১০ বলের। তাদের আগেই সেটি বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ!

সাবেক ক্রিকেটারদের নিয়ে দুই বছর ধরে আয়োজন করা হচ্ছে ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’। এবারও ব্যতিক্রম ঘটছে না । এ টুর্নামেন্ট দিয়েই ১০০ বলের ক্রিকেটের যুগে ঢুকে পড়ছে বাংলাদেশ!

ইংরেজদের হাত ধরে অসংখ্য ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। নতুন ইতিহাস রচনার দায়িত্বও যেন নিলেন আকরাম-সুজনরা।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি। আগামী ২ মে পর্দা উঠে নামবে ৫ মে। যেখানে অংশ নেবে ৫টি দল।ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।প্লেয়ার্স ড্রাফটও হয়ে গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান বলেন, এ টুর্নামেন্টে নতুনত্ব আনতেই এমন অভিনব চিন্তা-ভাবনা করা হয়েছে। এটা আমাদের কাছে নতুন ধারণা। চেষ্টা করে দেখি না, কেমন হয়। যদি ভালো হয়, উত্তেজনা ছড়ায়, তাহলে ভবিষ্যতেও হবে। ১৫ ওভার স্বাভাবিক নিয়মেই হবে। শেষ ওভার (১০ বল) করবেন একজন বোলার।

এ ফরম্যাট নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও, এবার আমরা ১০০ বলের ম্যাচ খেলব। আশা করি, টুর্নামেন্টটা গত দুই বছরের মতো সফল হবে।

আজকের বাজার/আরজেড