বাংলাদেশে ১৫ প্রকল্প উদ্বোধন করলেন সুষমা

বাংলাদেশে ভারত সরকারের অর্থায়নে ১৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ২৩ অক্টোবর সোমবার রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবনসহ এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

মোট ৭১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, দেশের বিভিন্ন স্থানে ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন, পিরোজপুরে ১১টি পানি পরিশোধনাগার স্থাপন, সাভারে ৫ তলা ইস্কন মন্দির নির্মাণ, সিলেট ইস্কনে ৫ তলা ছাত্রাবাস নির্মাণ, চট্টগ্রামে একটি কমিউনিটি ভবন নির্মাণসহ অন্যান্য প্রকল্প।

এর আগে গত রোববার দুপুরে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন করেছেন তিনি।

সোমবার দুপুর ১টা ২০ মিনিটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে ২৩ অক্টোবর ২০১৭