বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি হলেন আবুল বারকাত

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি পদে অধ্যাপক ড. আবুল বারকাত ও সাধারণ সম্পাদক পদে ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কোষাধ্যক্ষ পদে মোস্তাফিজুর রহমান সরদারও। সমিতির তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সস্টিটিউটে অন্যান্য পদের জন্য সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাচনে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন প্রার্থী। আগামী দুই বছর এ কমিটি সমিতির নেতৃত্ব দেবেন। তবে পর পর দুই বারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা যায় না। আজ সম্মেলনের সমাপনী দিনে ৬টি সেশনে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
আজকের বাজার: ওএফ/ ২৩ ডিসেম্বর ২০১৭