বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট পরিচালনায় তিন আম্পায়ার

আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ পরিচালনার জন্য আম্পায়ার প্যানেলের নাম প্রকাশ করেছে আইসিসি। প্যানেলে আছেন অভিজ্ঞ ও স্বনামধন্য তিনজন আম্পায়ার। এদের মধ্যে দুজনই আবার অতীতে বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত প্রদান করে সমালোচনার জন্ম দিয়েছিলেন।

টেস্ট সিরিজ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্যানেলে থাকা আম্পায়ারত্রয় হচ্ছেন- পাকিস্তানের আলিম দার, ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও নিউজিল্যান্ডের নাইজেল লং।

সিরিজের প্রথম ম্যাচে অর্থাৎ ঢাকা টেস্টে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন আলিম দার এবং নাইজেল লং। এই টেস্টে ইয়ান গোল্ড থাকবেন টিভি আম্পায়ারের ভূমিকায়। আগামী ২৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

অন্যদিকে ৪ সেপ্টেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইয়ান গোল্ড ও নাইজেল লং। প্যানেলের আরেক সদস্য আলিম দার থাকবেন এই টেস্টের টিভি আম্পায়ারের ভূমিকায়।

এই সিরিজে থাকছে আলোচিত ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

আজকের বাজার: সালি/২২ আগস্ট ২০১৭