বাংলাদেশ ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামীকাল মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে।
একই মাঠে আগামী ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে রোববার একমাত্র টি২০ ম্যাচে ইংল্যান্ড যুবাদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিক বাংলাদেশ। ইংল্যান্ডের দেয়া ১২০ রানের টার্গেট ৭ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ।
একমাত্র টি২০ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন উইকেট রক্ষক ব্যাটসম্যান আকবর আলী।
আগামী ৪ ফেব্রুয়ারি চার দিনের দুটি টেস্ট ম্যাচ খেলতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল চট্টগ্রাম পৌঁছবে। ৭-১০ এবং ১৫-১৮ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি ইংল্যান্ড টিমের দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
আজকের বাজার/এমএইচ