জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকোর নির্বাহী পরিষদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
শুক্রবার রাতে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে ইউনেসকোর নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ইউনেসকোর নির্বাহী পরিষদের ৫৮ সদস্য রাষ্ট্রের মধ্য থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) থেকে ইউনেসকো নির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে।
বাংলাদেশ ইউনেসকোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে আগামী দুই বছর এশিয়া ও প্রশান্ত অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাসহ সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে।
উল্লেখ্য, বাংলাদেশ ২০১৭-২০২১ মেয়াদে ইউনেসকোর নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য।
ইউনেসকোর ৪০তম সাধারণ অধিবেশনে নবনির্বাচিত ২৯টি সদস্য রাষ্ট্রের সাথে ২০১৭ সালে নির্বাচিত সমসংখ্যক সদস্য রাষ্ট্রের সমন্বয়ে পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ গঠিত হয়। এ নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য গ্রুপ হতে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া এবং মিশর সহ-সভাপতি নির্বাচিত হয়।