ঢাকায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়োপ বলেছেন, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার মধ্যে বিদ্যমান গভীর সুসম্পর্ক আরো শক্তিশালী হবে।
টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আজ এ কথা বলেন। তিনি মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি মওলানা ভাসানীর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় তিনি আরো বলেন,‘আমি এখানে এসেছি আপনাদের উন্নতি ও সমৃদ্ধি দেখতে। দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভাসানী মাজারে আসতে পেরে আমি খুব খুশি।’
এরপর তিনি ভাসানীর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নিয়ে গড়ে ওঠা যাদুঘর পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন উত্তর কোরিয়া দুতাবাসের ডিএমসি এন্ড কাউন্সিলর পাক ইয়ং চল, মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, ভাসানী গবেষক সৈয়দ ইরফানুল বারি।
এছাড়াও তিনি স্থানীয় সাধারণ গ্রন্থাগারে উত্তর কোরিয়ার অবিসংবাদিত নেতা কমরেড কিম জং ইল এর ৮ম প্রয়ান দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় অংশ নেয়। খবর:বাসস
আজকের বাজার/আখনূর রহমান