বাংলাদেশ-কসোভো সহযোগিতার খাত খতিয়ে দেখার কথা বললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কসোভোর মধ্যে বৃহত্তর সহযোগিতার জন্য বিভিন্ন খাত খতিয়ে দেখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কসোভোর নবনিযুক্ত রাষ্ট্রদূত ফোনার উরিয়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘আমরা কোন কোন পণ্য আমদানি ও রপ্তানি করতে পারি তা আমাদের উভয় দেশের দেখা দরকার।’

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া এবং তার বাইরে এক বিপুল বাজার থাকায় বাংলাদেশ সরকার দেশব্যাপী ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে।

তিনি কসোভোর রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং এখানে দায়িত্ব পালনকালে তাকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

কসোভোর রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও আপনার অনেক সুনাম রয়েছে।’

‘আমি দুই দেশের মধ্যকার সহযোগিতার বিভিন্ন খাত খতিয়ে দেখব। আমি এ সহযোগিতাকে জোরদার করতে চাই,’ বলেন ফোনার উরিয়া।

তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও আইসিটি খাতে অসাধারণ বিকাশের প্রশংসা করেন। ‘আপনাদের আইসিটি খাত অনেক সমৃদ্ধ।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ