বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মোহাম্মদ  সাহাবুদ্দিন আজ সফরকারী আফগানিস্তানকে  দুই ম্যাচ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

সিলেট  আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের  দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল আজ বৃষ্টি আইনে সফরকারী আফগানিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে। এই জয়ে  সংক্ষিপ্ত ভার্সনে প্রথমবারের মতো আফগানিস্তÍানকে  সিরিজ জয়সহ হোয়াইটওয়াশ করে টাইগাররা।
এক বার্তায় রাষ্ট্রপতি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় করায় জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাকে অভিনন্দন জানান। আগামী দিনেও টাইগার দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান। (বাসস)