রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ চলমান এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি বর্তমানে পাঁচদিনের সফরে তাঁর পৈতৃক জেলা কিশোরগঞ্জে রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় পাকিস্তানের বিপক্ষে বিজয় অর্জনের জন্য রাষ্ট্রপতি জাতীয় দলের সকল খেলোয়াড়,কোচ,সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)অভিনন্দন জানিয়েছেন।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ছয়জাতি মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ১৪ তম আসরে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে বাংলাদেশ দল ফাইনালে উঠলো।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল এবং সংশ্লিষ্ট অন্যান্যদের আসছে দিনগুলোতেও এই বিজয়ের ধারা অব্যাহত রাখার অনুপ্রেরণা জোগাবে।
বাংলাদেশ দল আগামীকাল শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হবে। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ