বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। রোহিঙ্গা সংকট, জননিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বসে।
বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থা প্রধানরা ওই বৈঠকে উপস্থিত রয়েছেন। চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও স্টেট কাউন্সিলর ঝাও কেজির নেতৃত্বে রয়েছেন দেশটির ২৪ জনের ঊর্ধ্বতন কর্মকর্তা।
বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে কথা বলবেন দুই মন্ত্রী।
এর আগে সকাল সাড়ে ৯টায় চীনের মন্ত্রী সচিবালয়ে এসে উপস্থিত হন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
আজকের বাজার/এমএইচ