বাংলাদেশ জনসংযোগ সমিতি ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২ আগষ্ট ইকোনমিক রিপোর্টাস ফোরাম মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করেছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশের শীর্ষ দুই দৈনিকের সম্পাদক, মতিউর রহমান (প্রথম আলো) এবং নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন), জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বাংলাদেশ জনসংযোগ সমিতির সভাপতি মোস্তফা-ই-জামিল এবং মহাসচিব মনিরুজ্জামান টিপু সহ সমিতির নবীন -প্রবীণ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।