বাংলাদেশ জনসংযোগ সমিতি’র “প্রীতি সম্মিলন” সম্প্রতি ইকোনমিক রিপোটার্স ফোরামের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির মহাসচিব মনিরুজ্জামান টিপু এবং সভাপতি মোস্তফা-ই-জামিল সংগঠনের গৌরবোজ্জ্বল অধ্যায়ের কথা তুলে ধরেন।
বাংলাদেশ জনসংযোগ সমিতি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সমিতির আজীবন সদস্য ফকির আলমগীর, শেলু বড়–য়া এবং পাশা মোস্তফা কামাল।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ই আর এফ এর সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ছাড়াও শতাধিক জনসংযোগ কর্মী উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ