আগামী তিন বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের নির্বাচিত হওয়ার তথ্য বেসরকারি বার্তা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে বাংলাদেশ তিনবার যথাক্রমে ২০০৯-২০১২, ২০১৫-২০১৭ ও ২০১৯-২০২১ সালের জন্য নির্বাচিত হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটে বাংলাদেশ ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এই ফলাফল বাংলাদেশের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাস ও আস্থারই প্রতিফলন।
রোহিঙ্গা বিষয়ে মানবাধিকার কাউন্সিল সক্রিয় ভূমিকা পালন করছে জানিয়ে শাহরিয়ার বলেন, তাই মানবাধিকার পরিষদে বাংলাদেশের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।
আগামী ২০১৯-২১ পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘের অধিকার সংক্রান্ত সংস্থাটির সেবা করে যাবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি দেশের জন্য তাৎপর্যপূর্ণ মাইলফলক।
আজকের বাজার/এমএইচ