বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর দারাজ

বাংলাদেশের পুরুষ ও নারী জাতীয় দল, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর হলো শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্ম দারাজ।
আজ দারাজের সাথে চুক্তি সম্পাদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বিসিবি ও দারাজের মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স সাইটে পরিণত হয়েছে দারাজ। দারুন জনপ্রিয় হয়েছে তারা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক করতে পেরে বিসিবি আনন্দিত। দারাজকে ধন্যবাদ জানাই এগিয়ে আসায় ও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তাদের ব্র্যান্ডকে যুক্ত করার জন্য। আমি নিশ্চিত এটি হবে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সম্পর্ক, আমরা বাংলাদেশের ক্রিকেটের সার্বিক সাফল্যের লক্ষ্যে কাজ করি।’
দারাজের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদাল হক বলেন, ‘এটা আমাদের জন্য স্মরণীয় মুহূর্ত কারণ দেশের জন্য কিছু করতে পারাটা সব সময় বিশাল আনন্দের। জাতীয় ক্রিকেট দলকে স্পন্সরশিপ দিতে পারায় মনে হচ্ছে আমরা বাংলাদেশের ক্রিকেটের একটা গৌরবের অংশ হয়ে গেলাম। সামনের বছরগুলো আমরা অনেক অর্জনের জন্য মুখিয়ে আছি।’