বাংলাদেশ-জার্মান কনসালটেশন সভা আগামীকাল

বাংলাদেশ-জার্মান দ্বিপাক্ষিক কনসালটেশন-২০২০ সভা আগামীকাল রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এবারের সভায় নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানী সক্ষমতা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

সোমবার সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন সভার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে জার্মান সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ বক্তব্য রাখবেন।

ইআরডি সূত্র জানায়, সভায় নবায়নযোগ্য জ্বালানির ইস্যু ছাড়াও বিচারিক কার্যক্রমের সংস্কার সাধন ও মানবাধিকার, শহরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, জীব-বৈচিত্র্য, পোশাকখাতে পরিবেশগত ও সামাজিক সুরক্ষা এবং কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহযোগিতা প্রদানের বিষয় স্থান পাবে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান