জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে সোমবার মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। আগামী বুধবার একই মাঠে ও সময়ে দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। বাংলাদেশ ও জিম্বাবুয়ে টি২০তে ১১ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে বাংলাদেশ ৭টিতে জয় পেয়েছে।
এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। এছাড়া একমাত্র টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারীরা। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মাদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মাদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন এবং আমিনুল ইসলাম বিপ্লব। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান