বাংলাদেশ থেকে চাল কিনবে ফিলিপাইন

বাংলাদেশ থেকে চাল কেনার কথা জানিয়েছে ফিলিপাইনের ব্যবসায়ীরা। সোমবার দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠক করেন দেশটির চাল রফতানিকারকরা।

বৈঠকে রফতানিকারকদের পক্ষে নেতৃত্ব দেন ফিলিপাইনের ব্যবসায়ী মার্কস কল।

মার্কস কল বলেন, বাংলাদেশের বিভিন্ন জাতের চালের নমুনা সংগ্রহ করে দেখা হয়েছে। চালের মান অনেক ভালো। আর ফিলিপাইনের মানুষ সিদ্ধ চাল পছন্দ করে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে এখন আমরা ১ লাখ টন চাল কিনবো। ভবিষ্যতে এ দেশ থেকে চাল কেনা অব্যাহত থাকবে।

বাংলাদেশের কৃষি সাফল্যের কথা উল্লেখ করে মার্কস কল বলেন, ফিলিপাইনও এক সময় আমদানি নির্ভর ছিল। এখন দুর্যোগ প্রবণ দেশ। তারপরেও তারা ঘুরে দাঁড়িয়েছে।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, আমাদের বছরে চাল উদ্বৃত্ত থাকে প্রায় ১০ লাখ টন। আমরা ধীরে ধীরে চাল রফতানি বাড়াবো। ফিলিপাইনের সঙ্গে রফতানি বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তাই বাংলাদেশের আজকের ও আগামীর প্রেক্ষাপট এবং প্রয়োজনে ফিলিপাইন আমাদের জন্য অমিত সম্ভাবনার দেশ হতে পারে।

প্রসঙ্গত, ফিলিপাইন চাল রফতানিকারক দেশ। তারা বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করে রফতানি করে থাকে।

আজকের বাজার/এমএইচ