বাংলাদেশ থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় আম্ফান

আরো কাছাকাছি চলে এসেছে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। বাংলাদেশ থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম থেকে মোংলা সমূদ্রবন্দর উপকূলের দিকে ধেয়ে আসছে এটি।

মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার বিকেলে সবশেষ তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানার মতো কাছের সমুদ্রবন্দর মোংলা থেকে ২০০ কিলোমিটার, পায়রা সমুদ্র বন্দর থেকে ২৫০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২০ ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসছে।