নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ভেট্টোরির নিয়োগ অবশ্য ফুল টাইম বলা যাচ্ছে না। তবে, অন্তত ১০০ দিনের মতো তিনি টাইগারদের সাথে কাজ করবেন।
আজ শনিবার, বিসিবির বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ভেট্টোরির সাথে ই-মেইলে আমরা সবকিছু চূড়ান্ত করেছি। তার সম্মতি নিয়েই আমরা তার নাম ঘোষণা করেছি।
তার মধ্যে একটা লিডারশিপ ও প্রাণচাঞ্চল্যের বিষয় আছে। এটা আমাদের খেলোয়াড়দের কাজে দেবে। ভবিষ্যতে, দুপক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করেছেন ভেট্টোরি। টেস্ট ক্রিকেট ৩০০ উইকেট ও ৩ হাজার রান করেছেন তিনি।
এক নযরে তার ক্যারিয়ার:
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০ ক্ল্যাব
ম্যাচ ১১৩ ২৯৫ ৩৪ ১৭৪
রান ৪,৫৩১ ২,২৫৩ ২০৫ ৬,৬৯৫
গড় ৩০.০০ ১৭.৩৩ ১২.৮১ ২৯.৬২
১০০/৫০ ৬/২৩ ০/৪ ০/০ ৯/৩৪
সর্বোচ্ছ ১৪০ ৮৩ ৩৮ ১৪০
বল ২৮,৮১৪ ১৪,০৬০ ৭৮৭ ৪১,২৫৮
উইকেট ৩৬২ ৩০৫ ৩৮ ৫৬৫
গড় ৩৪.৩৬ ৩১.৭১ ১৯.৬৮ ৩১.৮২
৫উইকেট ২০ ২ ০ ৩৩
১০উইকেট এক ম্যাচে ৩ ০ ০ ৩
সেরা বোলিং ৭/৮৭ ৫/৭ ৪/২০ ৭/৮৭
ক্যাচ /স্ট্যাম্পিং ৫৮/- ৮৮/- ৯/- ৯৪/-
আজকের বাজার/লুৎফর রহমান