বাংলাদেশ দলের হেড কোচ কোর্টনি ওয়ালশ

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের হেড কোচ হিসেবে থাকবেন কোর্টনি ওয়ালশ।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে ২৯শে মে ভারতের উদ্দেশে দেশ ছাড়বে সাকিব আল হাসান ও তার দল।

সিরিজের সূচি অনুযায়ী, ৩, ৫ ও ৭ই জুন ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ তিনটিতে টাইগাররা আফগানদের মোকাবেলা করবে।প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।

আরজেড/