বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংসদের অভিনন্দন

এশিয়া টি-টুয়েন্টিতে ভারতকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের শিরোপা লাভের গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদ।

সোমবার (১১ জুন) সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের পক্ষে এ অভিনন্দন জানান।

তিনি বলেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অসামান্য অর্জনের মাধ্যমে নারী ক্রিকেটাররা বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। সমগ্র জাতি বাংলাদেশ দলের ক্রীড়া নৈপুণ্যে গর্বিত।

মালয়েশিয়ার কিনারা একাডেমী ওভাল মাঠে গতকাল ৬ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে শিরোপা লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আরজেড/