সব জল্পনা কল্পনার অবসান ঘটলো লাফার্জ ও হোলসিমের। দেশের কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া মূল্যেই হোলসিম বাংলাদেশেকে কিনে নিচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।
বিশ্বজুড়ে লাফার্জ-হোলসিমের একীভূত হওয়ার অংশ হিসেবে গত ডিসেম্বরে বাংলাদেশে হোলসিমকে কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল লাফার্জের পরিচালনা পর্ষদ।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত নভেম্বরে লাফার্জ সুরমার পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত হয়েছিল ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলারের বিনিময় মূল্য ৮০ টাকা) ৯৩৬ কোটি টাকায় হোলসিমকে কিনে নেবে লাফার্জ। দুই কোম্পানির মধ্যে এ দামেই কেনাবেচার বনিবনা হয়েছিল।
হোলসিমের সম্পদ ও দায়-দেনার বিশেষ নিরীক্ষার পর ওই মূল্য ঠিক করা হয়েছিল। পরে বাংলাদেশ ব্যাংক হোলসিমের দাম নির্ধারণ করে দিয়েছে প্রায় ৬ কোটি ২৫ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০৫ কোটি টাকা। তাতে দুই কোম্পানির মধ্যে নির্ধারিত দামের চেয়ে ৪৩১ কোটি টাকা দাম কমিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কমিয়ে দেওয়া এ দামে কোম্পানি দুটির মালিকানা বদল হচ্ছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামে তা বিক্রি নিয়ে তৈরি হয়েছিল নতুন জটিলতা। সব জটিলতার অবসান ঘটিয়ে, অবশেষে কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া মূল্যেই হোলসিমকে কিনে নিচ্ছে লাফার্জ সুরমা সিমেন্ট। গত ১৭ সেপ্টেম্বর ৫০৪ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৯৪০ টাকায় হোলসিমকে কিনতে সম্মতি দেয় বাংলাদেশ ব্যাংক।
এর আগে ২০১৪ সালের এপ্রিলে বৈশ্বিকভাবে লাফার্জ ও হোলসিম একীভূত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। সেই অনুযায়ী, বৈশ্বিকভাবে কোম্পানি দুটির একীভূত কার্যক্রম সম্পন্ন হয়। ফলে বিশ্বের সিমেন্ট খাতে জায়ান্ট দুই কোম্পানি এক ছাতার নিচে এসে ‘লাফার্জহোলসিম’ হিসেবে যাত্রা শুরু করে। এতে করে দুই কোম্পানি মিলে হয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় সিমেন্ট কোম্পানি।
বৈশ্বিকভাবে একীভূত হওয়ার পর বাংলাদেশেও কোম্পানি দুটি একীভূতকরণের বিষয়টি সামনে আসে। কারণ, এ দেশেও দুই কোম্পানির আলাদা কার্যক্রম ছিল। এর মধ্যে লাফার্জ সুরমা বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও হোলসিম তালিকাভুক্ত নয়। তাই বৈশ্বিকভাবে একীভূত হওয়া লাফার্জহোলসিম গ্রুপ থেকে হোলসিম বাংলাদেশের সব শেয়ার কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয় লাফার্জ।
আজকের বাজার: এলকে/ ২৩ ডিসেম্বর ২০১৭