মহামারি করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের ৬৭৭ সদস্য আক্রান্ত হয়েছেন।
এরমধ্যে ৩২৮ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। এছাড়া, গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৬৮ জনই ডিএমপির। তাদেরকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১ মে) রাতে পুলিশ সদরদপ্তরের মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানানো হয়, আক্রান্তদের মধ্যে পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এখন ১ হাজার ২২৫ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে রয়েছেন। আইসলোশনে আছেন ১৭৪ জন। সুস্থ হয়েছেন ৫৫ জন। এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার পুলিশ সদস্য।