বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা শূন্য পদসমূহে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩টি পদে মোট ২২ জনকে নিয়োগ দেবে পুলিশ হেডকোয়ার্টার্স। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সাঁটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ হতে হবে। কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ হতে হবে।

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

পদের নাম: পরিসংখ্যান সহকারী

পদ সংখ্যা: ১ টি।

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান বিষয়সহ স্নাতক ডিগ্রি।

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ১৯টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা : ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ হতে হবে।

বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

আবেদনকারীর বয়স: ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ১৮ থেকে অনুর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় অনুর্ধ্ব ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://phqcr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৪ মার্চ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, খাগড়াছড়ি, কুমিল্লা, ফেণী, রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, খুলনা, বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী।

আবেদনের নিয়মকানুন জানতে ভিজিট: www.police.gov.bd/en/recruitment_information

আজকের বাজার/এমএইচ