বাংলাদেশ বিমান বাহিনীর ৮ নং স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান আজ বিমান বাহিনী ঘাঁটিঁ বাশারের কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত হয়।
সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১১ জন কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করেন। এর আগে কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মুশতাকুর রহমান স্বাগত বক্তব্যে স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়কসহ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান