সার্বিক বিশ্ব পরিস্থিতির কারণে এবার
স্বাস্থ্যসম্মতভাবে প্রতি বছরের মতো যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ২৫ তম বই দিবস ২০২১ পালিত হয়েছে।
সােমবার (১ ফেব্রুয়ারি) পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
আল আমিন বিন হাসিমের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুক ক্লাবের অন্যতম উপদেষ্টা ও প্রফেসর ড. সেলিমা সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক আনু মাহমুদ,
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ,বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হােসেন, বিশিষ্ট পরিবেশবিদ ও পাখি বিশেষজ্ঞ ড. আব্দুল ওয়াদুদ, জাতীয় সচেতন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন মনির, বই দিবস উৎসব কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম টুববুস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেলিম মুজাহিদ ও বাংলাদেশ বুক ক্লাবের সাধারণ সম্পাদক আল মায়াবী।
দেশের বিশিষ্ট লেখক, প্রকাশক ও পাঠকদের মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।